Friday, May 31, 2013

Search Engine Optimization নিয়ে কিছু স্পেশাল টিপস

নিচে Search Engine Optimization সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেয়া হল। আশা করি আপনারা ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে পুরো বিষয় টি পড়বেন

1. Website Pagerank :

প্রথমেই আপনি যে কাজটি করতে পারেন, তা হল আপনার ওয়েবসাইটটির একটি গ্লোবাল অবস্থান (Pagerank) জেনে নিতে পারেন। এর জন্য মোটামুটি একটি ওয়েবসাইট হল অ্যালেক্সা.কম (htp://alexa.com)| বিখ্যাত অ্যামাজন.কম এই ওয়েবসাইটটি পরিচালনা করে থাকে।
সেখানে গিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটের ঠিকানাটি লিখে দিন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইটের অবস্থান (Pagerank) কোথায়। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে, অ্যালেক্সাতে আপনার ওয়েবসাইটের অবস্থান একদম নিরঙ্কুশ সঠিক নয়। তবে মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া বটে। আপনার লক্ষ্য হবে সেই অবস্থান উপরের দিকে ওঠা। অর্থাৎ ১ হল সর্বোচ্চ অবস্থান। দশ হাজার হল নিচের দিকের অবস্থান।

2. Website Resigtration in Search Engine :

আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে রেজিস্ট্রেশন করুন। এটা করতে বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায়। সেগুলো ব্যবহার না করে, সরাসরি নিজেই কাজটি করতে পারেন এই ঠিকানায়- htp://www.google.com/ addurl/?continue=/addurl অথবা www.xml-sitemaps.com এ ঢুকেও Sitemap তৈরি করতে পারেন।

3. Content Title :

প্রতিটি ওয়েব পেজের জন্য Content অনুযায়ী একটি Title থাকে। সেই Title টি থেকে Search Engine বুঝতে পারে, এই পৃষ্ঠাটি কিসের ওপর নির্মিত। এখানে আরেকটি কথা বলে নেয়া প্রয়োজন। বিভিন্ন Search Engine এ রয়েছে রোবট- যা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে পড়ে নিয়ে আসে। আমরা যেমন Internet Browse করে Web Page বিভিন্ন Browse এ Load করি ঠিক একইভাবে রোবটগুলো (মূলত সফটওয়্যার) বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সব পৃষ্ঠা নিজের কাছে নিয়ে আসে। তারপর বিভিন্ন রকম অ্যালগরিদমের ভিত্তিতে সেই পৃষ্ঠাটিকে এনালাইসিস করে থাকে। পৃষ্ঠার টাইটেল হল তেমন একটি প্যারামিটার। এটা অনেকটা আপনার বাড়ির নামের মতো বাড়ির নাম যদি হয় স্বপ্ননীড় তাহলে রোবট ধরেই নেবে এই বাড়িটি হবে স্বপ্নময়। আর আপনার বাড়ির নাম স্বপ্ননীড় দিয়ে যদি কাজ দেখান তার উল্টোটা তাহলে আর রেহায় নেই

4. Titile Use :

আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে রোবট বুঝতে পারে আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন।

5. Link Create :

আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে Robot বুঝতে পারে- আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন।

6. False Reference পারিহার করা :

এবারে উল্টোটা দেখে নিন। উপরে যেখানে বললাম যে, অন্য কোন Website যদি আপনার Website এর Refarenche দিয়ে থাকে, তাহলে আপনার Website টির মান ভালো। এবারে আপনি করলেন কি, চালাকি করে নিজেই কিছু Website বানিয়ে কিংবা আপনার বন্ধুদের Website থেকে নিজের Website এ Link দিলেন। অনেক সময় অনেকেই টাকার বিনিময়ে Link Exchange করে থাকে। এ ধরনের Website গুলো Repotation ভালো নয়। আপনার সাইট যদি সেই খারাপ Repotation এর কোন Website এর সাথে যুক্ত থাকে, তাহলে তার জন্য আপনার Website ও ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই ভুল পথ পরিহার করুন।

7 Alt Tag ব্যবহার :

ছবির সাথে Alt Tag ব্যবহার করুন। রোবট গুলো শুধু ছবি দেখে বুঝতে পারে না, এটা কিসের ছবি। কিন্তু Image Alt Tag দিলে, Image বলে দিতে পারে এই ছবিটি কিসের।

8. Word Bold :

মাঝে মাঝে কিছু কিছু Word Bold করতে পারেন। কিন্তু খুব বেশি নয়। কারণ সেটা পাঠককে যেমন বিরক্ত করে, সেটা রোবট গুলোকেও বিরক্তি তৈরি করে।

9. Site Map Create & Submit :

আপনার Website টি যদি অনেক বড় হয়, তাহলে একটি Sitemap তৈরি করতে পারেন এবং সেই Sitemap টি Search Engine গুলোতে Submite করতে হবে।

10. Confident :

একটি Website মানুষের জন্য যতটা সুবিধার হক না কেন Search Engine তাকে খুঁজে বের করতে চাইবে। এই সরল বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।

11. Use English Language :

আপনি যদি মোটামুটি English জানেন এবং Internet ও Web Page নিয়ে কিছুটা ধারণা থাকে, তাহলে এই Search Engine Optimization এ নজর দিতে পারেন।

12. Link Exchange :

আপনি আপনার Website এর বিষয় Internet এ খুঁজুন এবং একই ধরনের Blog গুলোর লেখকের সাথে যোগাযোগ করে তাদের Link আদান প্রদানে আমন্ত্রণ জানাতে পারেন।

13. Blog Site এ Link Create :

অন্যের Blog Site আপনার Website এর Link Create করার জন্য Website এর Address এর জায়গায় আপনার Website এর Link বসিয়ে দিন।

14. Forum Posting Site এ Backlink Create :

বিভিন্ন Forum Posting Website এর Forum এ অংশগ্রহণ করুন এবং প্রতিটি Forumএর Signature বলে একটি অপশন থাকে সেখানে আপনি আপনার Website এর ঠিকানা ব্যবহার করতে পারেন। Forum এ signature Link এর পাশাপাশি Website Link রেখে অন্য সদস্যদেরকে আপনার Website নিয়ে মতামত দিতে বলুনএবং আপনিও অন্যদের Website এর Content এর বিষয়ে মন্তব্য করে Link তৈরি করুন।

15. Article Submit & Backlink Create :

অনেক Website আছে যেগুলোতে Free তে বিভিন্ন বিষয় নিয়ে Article জমা দেয়া যায়। সেসব Website এ নিয়মিত Article লিখে জমা দিতে পারেন এবং Article এর ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনার Website এর ঠিকানা বসিয়ে দিতে পারেন।

No comments:

Popular Posts

Pageviews