Wednesday, March 5, 2014

কিভাবে ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পাবেন

ইয়াহু জন প্রিয় সার্স ইন্জিন গুলোর মধ্যে অন্যতম। গুগল থেকে অরগ্যানিক ভিজিটর আনা যতটা কঠিন ঠিক ততোটাই সহজ ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনা। তবে একটি কথা মনে রাখবেন এই পৄথিবীতে কোন কাজই সহজ নয়। আবার সব কিছুই সহজ যদি আপনি সেটা করতে জানেন। বরাবরের মত আবারও একটি আর্টিকেল লিখতে যাচ্ছি যা আপনাকে জানাবে কিভাবে ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পাবেন? তাহলে আসল কথায় আসা যাক।

 Keyword
 প্রথমে ঠিক করুন কোন Keyword টিকে আপনি প্রথম পেজে আনতে চান। সব সময় চেষ্টা করুন লম্বা Keyword নির্বাচন করতে। Keyword নির্বাচন করার জন্য অনেক সফটওয়ার আছে যেগুলোর সাহায্য নিয়ে সহজেই লম্বা Keyword নির্বাচন করা যায়। সবসময় চেষ্টা করুন নিজের বুদ্ধি দিয়ে Keyword নির্বাচন করতে, যদি না পারেন তবে সফটওয়ার এর সাহায্য নিন।
কোন আর্টিকেল লিখার আগে একটু ভাবুন, এই আর্টিকেলটি খুঁজতে হলে আপনি কি লিখে সার্স ইন্জিনে সার্স করতেন। আশা করি উত্তরটি পেয়ে গেছেন। তাহলে সেটিই আপনার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়েই আর্টিকেল লিখুন এবং কিওয়ার্ডটিকে টাইটেলে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন একটি হাই কোয়ালিটি কনটেন্ট আপনার অরগ্যানিক ভিজিটর পাবার কাজ ২৫% করে দিতে পারে।
কিভাবে হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হয় জানতে চাইলে নিচের আর্টিকেলটি একবার দেখে নিতে পারেন।

How to Make High Quality Content

ব্যাকলিঙ্ক:

শুধুমাত্র রিলেটেড কনটেন্টে ব্যাকলিঙ্ক করেন। প্রথমে Yahoo.com এ যান তারপর শুধু আপনার কিওয়ার্ড বা আর্টিকেল টাইটেল লিখে সার্স দিন। এখন যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ব্যাকলিঙ্ক করেন। এখন Google.com এ যান এবং নিচের মত করে সার্স করেন যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ব্যাকলিঙ্ক করেন।
How to Get Organic Visitors from Yahoo inurl:.com
How to Get Organic Visitors from Yahoo inurl:.us
How to Get Organic Visitors from Yahoo inurl:.edu
How to Get Organic Visitors from Yahoo inurl:.gov
How to Get Organic Visitors from Yahoo inurl:.blogspot.com
How to Get Organic Visitors from Yahoo inurl:.blogspot.com.au
নোট: How to Get Organic Visitors from Yahoo এর বদলে আপনার আর্টিকেল টাইটেলটি লিখুন।

বুকমার্ক:

বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সার্স ইন্জিনে সাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য। তাই যতটা বেশি সম্ভব হাই পেজ রেঙ্কিং বুকমার্কিং সাইট গুলোতে বুকমার্কিং করুন এবং সেই সাথে অবশ্যই সবার আগে ইয়াহুতে বুকমার্কিং করুন যেহেতু আমরা ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনতে যাচ্ছি। ইয়াহুতে বুকমার্ক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১. প্রথমে এখানে http://bookmarks.yahoo.com যান।
২. আপনার ইয়াহু মেইল, জিমেইল বা ফেসবুক দিয়ে লগিন করুন তাহলে নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
বুকমার্ক
বুকমার্ক
৩. Title এর ঘরে আপনার আর্টিকেলটির টাইটেল, Description এর ঘরে ইচ্ছামত কিছু এবং Tags এর ঘরে আপনার আর্টিকেলটির কিওয়ার্ড গুলো লিখুন তারপর Save করুন।

ইয়াহু আনসার:

এই গ্রহের সব চেয়ে জনপ্রিয় আসক এন্ড আনসার সাইটটিই হচ্ছে ইয়াহু আনসার। ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পেতে হলে আপনাকে অবশ্যই ইয়াহু আনসারে একটিভ হতে হবে। শুধুমাত্র আপনার কিওয়ার্ড রিলেটেড প্রশ্ন গুলো খুঁজে বের করুন এবং খুব ভালো মানের উত্তর দিন যেন প্রশ্নকারী আপনার উত্তরটিই বেষ্ট উত্তর হিসেবে নির্বাচন করে। নিচে একটি বেষ্ট আনসার এর নমুনা দেখুন।
ইয়াহু আনসার:
ইয়াহু আনসার:
এভাবে ৮ থেকে ১০ দিন কাজ করুন এবং তারপর আপনার আর্টিকেলটির টাইটেল ইয়াহুতে লিখে সার্স করুন। তারপরও যদি আপনার আর্টিকেলটি ১ম স্থানে না আসে তাহলে আর্টিকেলটির কোয়ালিটি চেক করন এবং বিভিন্ন সোসাল সাইট গুলোতে শেয়ার করুন। আশা করি এবার কাজ হয়ে যাবে।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে এত সহজেই কি ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনা যাবে? আমার টিপস গুলো কিসের ভিত্তিতে লেখা? এভাবে আমার কোন কিওয়ার্ড ইয়াহুতে ১ম স্থানে আছে কি না? ইত্যাদি ইত্যাদি . . .
এ ব্যাপারে আমি নিজে কিছু বলতে চাইনা। আপনি নিজেই সেটা চেক করে দেখতে পারেন। শুধু নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Yahoo.com এ গিয়ে How to Get Google Page Rank Quickly লিখে সার্স করুন একই ভাবে Google.com এ সার্স করুন। কয় নাম্বারে দেখলেন কমেন্ট করে জানান। ধন্যবাদ।

4 comments:

الهوارى للديكور said...


استقرار في معا بداية عام 2021 حيث اصبح اسعار الخامات تترواح بين 85 الى 100 جنية على ارضة اما اسعار التوريد والتركيب تتراوح بين 180 الى 200 جنية بالسقالات سكاي هوم للديكور افضل شركة توريد وتركيب في مصر

عيوب الحجر الهاشمى
مميزات الحجر الهاشمى
تركيب حجر هاشمى
الحجر الهاشمى للواجهات
واجهات حجر هاشمي ناعم
واجهات حجر هاشمي سانت كاترين احمر
واجهات حجر هاشمي راس
واجهات حجر هاشمي وش جبل
ديكورات حجر هاشمي ناعم
ديكورات حجر هاشمي سانت كاترين احمر

الهوارى للديكور said...


استقرار في معا بداية عام 2021 حيث اصبح اسعار الخامات تترواح بين 85 الى 100 جنية على ارضة اما اسعار التوريد والتركيب تتراوح بين 180 الى 200 جنية بالسقالات سكاي هوم للديكور افضل شركة توريد وتركيب في مصر

ديكورات حجر هاشمي وش جبل
واجهات حجر هاشمي هيصم
حجر هاشمي فرز اول مصنع
ديكورات حجر هاشمى
واجهات منازل
واجهات منازل حجر
واجهات منازل حجر هاشمى
واجهات منازل حجر فرعوني
واجهات منازل مصرية
واجهات فلل

الهوارى للديكور said...


استقرار في معا بداية عام 2021 حيث اصبح اسعار الخامات تترواح بين 85 الى 100 جنية على ارضة اما اسعار التوريد والتركيب تتراوح بين 180 الى 200 جنية بالسقالات سكاي هوم للديكور افضل شركة توريد وتركيب في مصر

واجهات فلل حجر
واجهات فلل حجر هاشمى
واجهات فلل حجر فرعوني
واجهات عمارات
واجهات عمارات حجر
واجهات عمارات حجر هاشمى
واجهات عمارات حجر فرعوني
واجهات مساجد
حجر فرعوني
واجهات حجر فرعوني

الهوارى للديكور said...


استقرار في معا بداية عام 2021 حيث اصبح اسعار الخامات تترواح بين 85 الى 100 جنية على ارضة اما اسعار التوريد والتركيب تتراوح بين 180 الى 200 جنية بالسقالات سكاي هوم للديكور افضل شركة توريد وتركيب في مصر

اشكال الحجر الهاشمة
الوان الحجر الهاشمى
صور حجر هاشمى
حجر هاشمى
واجهات حجر هاشمى
حجر هاشمى هيصم
واجهات حجر هاشمى هيصم
حجر هاشمى وش جبل
واجهات حجر هاشمى وش جبل
حجر هاشمى ناعم

Popular Posts

Pageviews